Pages

শবে বরাতের নামাযের নিয়ম এবং নামাযের নিয়ত আরবীতে

শবে বরাতের রাতে এশার নামাযের পর থেকে সুবেহ্ সাদিক অর্থাৎ ফজর পর্যন্ত নফল নামায বিভিন্ন এবাদত পবিত্র কুরআন পাঠ, যিকির-আযকার, তসবিহ-তাহলীল করা যায়। এই রাতে কমপক্ষে রাকাত করে ১২ রাকাত নফল নামায রাকাত ছালাতুত্ তাছবীহ্ নামায পড়া অতি উত্তম।

নামাযের নিয়ত আরবীতে
নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তা-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার
বাংলায় নিয়ত:- আমি ক্বেবলামূখী হয়ে আল্লাহ্ এর উদ্দেশ্যে শবে বরাতের দুরাকআত নফল নামায আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার
শবে বরাতের নামায দুরাকাত করে যত বেশী পড়া যায় তত বেশী ছওয়াব। নামাযের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাছ, সূরা ক্বদর, আয়াতুল কুরছী বা সূরা তাকাছুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক ছওয়াবের কাজ

No comments:

Post a Comment