Pages

এক মুসলিমের উপর অন্য মুসলিমের পাঁচটি হক

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ এক মুসলিমের উপর অন্য মুসলিমের পাঁচটি হক (অধিকার) রয়েছে। সালামের উত্তর দেয়া, রোগাক্রান্তকে দেখতে যাওয়া, জানাযায় শরীক হওয়া, দাওয়াত গ্রহণ করা এবং হাঁচির জবাব দেয়া (ইয়ারহামুকাল্লাহ বলা)।
(মুত্তাফাকুন 'আলাইহি)
[বুখারীঃ ১২৪০, মুসলিমঃ ২১৬২]

No comments:

Post a Comment